ফুটবল

গাড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্টেহিতিমপাড়া সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

July 17, 2022

 মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া যুব সম্প্রদায় এর উদ্যোগে গাড়াবাড়িয়া মাঠে অনুষ্ঠিত গাড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে ৩য় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে হিতিমপাড়া একাদশ।

রবিবার বিকালে অনুষ্ঠিত ৩য় কোয়াটার ফাইনাল খেলায় হিতিমপাড়া একাদশ ২-১ গোলে ঝাওবাড়িয়া সত্যসন্ধ ক্লাবকে পরাজিত করে। বিজয় দলের পক্ষে জুয়েল ও রহমান ১টি এবং ঝাউবাড়িয়ার পক্ষে শামীম একটি গোল করেন।