বর্তমান পরিপ্রেক্ষিত

গাড়াডোবে তুচ্ছ ঘটনায় ৬ জন আহত

By মেহেরপুর নিউজ

May 19, 2018

মেহেরপুর নিউজ, ১৯ মে: নেটের ব্যাগ চাওয়াকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২ পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কালু, সুমন ও রিমনকে রাজশাহী রেফার্ড করা হয়েছে। বাঁকি ৩জনকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এলাকায় উত্তেজনা রয়েছে।

জানা গেছে শুক্রবার সন্ধার দিকে মেহেরপুরের গাংনী উপজেলায় ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের আমিদুলের ছেলে একই গ্রামের সেকেন্দারের ছেলে কামালের দোকানে এক প্যাকেট মুড়ি ক্রয় করে। এসময় ক্রেতা সুমন ১টি নেটের ব্যাগ দাবি করে। এনিয়ে ক্রেতা ও বিক্রেতার মধেঘ্য কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে সংঘর্ষ বড় আকার ধারন করে। এতে সিয়াম উদ্দীনের ছেলে কালু (৪০), সেকেন্দারের ছেলে কামাল (৩৫), আজিমুলের ছেলে সুমন (২৫), রিমন (২২), খাবির উদ্দীনের ছেলে সাব্বির (২২), কালুর ছেলে লিখন (২০) আহত হয়। আহতদের প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কালুকে রাজশাহী এবং সুমন ও রিমনকে কুষ্টিয়া রেফার্ড করা হয়। ঘটনার পর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগের দিন পার্শ্ববর্তী আলমডাঙ্গা গ্রামের হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় গাড়াডোব গ্রামের সাইদুর রহমান নামের এক যুবকের মৃত্যু ঘটনায় বেশ কাটতে না কাটতেই তুচ্ছ ঘটনায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলো।