অন্যান্য

গাড়াডোবে সড়ক দূঘটনায় এক কিশোর আহত

By মেহেরপুর নিউজ

October 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৩ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোবে আলগামনের ধাক্কায় নয়ন (১২) নামের এক কিশোর আহত হয়েছে। আহত নয়ন যুগিন্দা গ্রামের আব্দুস সালামের ছেলে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে নয়ন গাড়াডোব বাজারের নিকট রাস্তা পার হচ্ছিল। এমন সময় একটি দ্রুতগামী আলগাম তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আলগামনের ধাক্কায় নয়ন সড়কে ছিটকে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।