বর্তমান পরিপ্রেক্ষিত

গাড়াবাড়িয়া ফুটবল টুর্ণামেন্টে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

July 05, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া যুব সম্প্রদায়ের উদ্যোগে গাড়াবাড়িয়া মাঠে অনুষ্ঠিত গাড়াবাড়িয়া ফুটবল টুর্ণামেন্টে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব জয়লাভ করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব ১-০ গোলে কাথুলী ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে রিপন জয়সূচক গোলটি করেন।