বর্তমান পরিপ্রেক্ষিত

গৃহবধুকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে গাংনী পল্লী বিদ্যুতের ডিজিএম সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

By মেহেরপুর নিউজ

June 19, 2017

মেহেরপুর নিউজ,১৯ জুন: এক গৃহবধুকে শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগে মেহেরপুরের গাংনী জোনাল পল্লী বিদুৎ অফিসের ডিজিএম ফখর উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলা টি দায়ের করেন গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের জাহিদ হাসানের স্ত্রী বিলকিস বানু। মামলা টি মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলার আসামীরা হলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ফখরুদ্দীন,জুনিয়ন প্রকৌশলী খাইরুল হাসান ও কর্মকর্তা বাসুদেব সেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত ১১ জুন রবিবার বিকাল ৪ টার সময় মামলার বাদী বিলকিস বানুর বাড়িতে যান আসামীরা। বিদ্যুৎ বিল বকেয়া আছে মর্মে বাদীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তারা। একপর্যায় আসামীরা স্থানীয় লোকজনের সামনে শ্লীলতাহানীর চেষ্টা, মারধর ও হত্যার হুমকী প্রদান করেন। এ ঘটনায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলা দায়ের করা হয়। যার নং ২৫২/ ১৭। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান,মামলার কাগজ পত্র এখন পর্যন্ত তার হাতে আসেনী। কাগজ পত্র পেলে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে।