অন্যান্য

গৃহবধুর শরীরে আগুন লাগিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

By মেহেরপুর নিউজ

November 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর: মেহেরপুর মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের মেহেরুন্নেসা নামের এক গৃহবধুকে হত্যার উদ্যোশে শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে আগুন লাগিয়ে অগ্নিদগ্ধ করার অভিযোগ উঠেছে। অগ্নিদগ্ধ গৃহবধু বর্মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে ঢাকা বার্ণ ইউনিট থেকে ফেরত নিয়ে বর্তমানে সে সদর উপজেলার হরিরামপুর গ্রামের বাবার বাড়িতে মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে। গৃহবধু মেহেরুন্নেসার ভাই রেজাউল হক জানান, প্রায় ১৫ বছর পূর্বে বিদ্যাধরপুর গ্রামের ইজারুল হকের ছেলে আজিজুল হকের সাথে তার বোন মেহেরুন্নেসার বিয়ে হয়। বিয়ের পর তার কোলে জুড়ে ২টি পূত্র সন্তান জন্ম নেয়। ৫/৬ বছর পূর্বে তার জামাতা আজিজুল হক মালয়েশিয়া পাড়ি জমান। তার পর থেকে শশুর,শাশুড়ি ও দুই ননদ মিলে মেহেরুন্নেসার ওপর নির্যাতন শুরু করে। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার শশুর বাড়ির  কেউ মেহেরুন্নেসার পরিহিত শাড়িতে এসিড লাগিয়ে দেয়। দুপুরের দিকে রান্নার কাজ করার সময় হঠাৎ করে তার শাড়িতে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে তার পুরো শরির আগুনে ঝলসে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করে। সেখান থেকে আশার ভরসা না পেয়ে তার পরিবার থাকে ফেরৎ নিয়ে এসে বাড়িতে রেথে দেয়। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাড়ির লোকজন অভিযোগ করে জানান, এ ধরনের দূর্ঘটনার পরও মেহেরুন্নেসার শশুর বাড়ির লোকজন কেউ তাকে একনজর দেখতে আসেনি।