অন্যান্য

গোপালপুরে এক মানসিক প্রতিবন্ধী আহত

By মেহেরপুর নিউজ

October 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে গাছের ডাল ভাঙতে গিয়ে হারু নামের এক মানসিক প্রতিবন্ধী আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মানসিক প্রতিবন্ধী হারুর মাজার হাড় ভেঙ্গে গেছে। তার উন্নত চিকিৎসা দরকার।

জানা গেছে, সোমবার সকালে গোপালপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী হারু গাছে উঠে খড়ির জন্য শুকনো ডাল ভাঙতে গেলে ডালটি ভেঙ্গে সে মাটিতে পড়ে যায়।পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।