বর্তমান পরিপ্রেক্ষিত

গোপালপুরে নতুন ঈদগাহ মাঠের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 29, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুরে নতুন ঈদগাহ মাঠের উদ্বোধন এবং ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতিনের উদ্যোগে গোপালপুর ঈদগাহ মাঠ তৈরি করার পর পবিত্র ঈদুল আযহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৭ টায় গোপালপুরের নতুন ঈদগাহ মাঠে একই সাথে পুরুষ এবং মহিলাদের(পর্দা দিয়ে ঘেরা) জামাত অনুষ্ঠিত হয়। এর আগে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন সেখানে বক্তব্য রাখেন।

গোপালপুর গ্রামের সকল শ্রেণী পেশার পুরুষ এবং মহিলারা ঈদুল আযহার নামাজ আদায় করেন। পরে একে অপরের সাথে কোলাকুলি করেন এবং পার্শ্ববর্তী কবরস্থানে কবর জিয়ারত করেন।