বর্তমান পরিপ্রেক্ষিত

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি শিশু গাছ হজম !

By মেহেরপুর নিউজ

April 22, 2018

মেহেরপুর নিউজ, ২২ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি শিশু গাছ কেটে সাবার করার অভিযোগ উঠেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি একরামুল হক ও প্রধান শিক্ষক শাহিন আক্তারের বিরুদ্ধে। এনিয়ে ওই এলাকায় তুমল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এনিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমানকে প্রধান করে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা শামিম সুলতান ও আসাফ উদ দৌলা।

রবিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায়, ২১ লাখ টাকা বরাদ্দে বিদ্যালয়ের সীমানা প্রাচির নির্মান কাজ চলছে। বিদ্যালয়ে পশ্চিম পাশে সীমানা সংলগ্ম ৫টি বড় আকারের শিশু গাছ ছিল। এর মধ্যে একটি বিদ্যালয়ের আর বাকি চারটি ছিল শুন্য রেখায়। যেগুলো পাশের জমির মালিকের বলে দাবি করেছেন বিদ্যালয় কতৃপক্ষ। নির্মান কাজ করা শ্রমিক সরদার জানান, প্রাচীর সমান করে দুইটি আর প্রাচিরের পাশে দুইটি শিশু গাছ কাটা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার জানান, কেটে ফেলা ওই চারটি শিশু গাছ পাশের জমির মালিক গোলাম হোসেনের। প্রাচির নির্মান করলে গাছের শিকড়ে প্রাচিরের ক্ষতি হতে পারে সে কারণে মালিককে বলা হয়েছিল গাছগুলো কেটে নিতে। আমাদের বিদ্যালয়ের সীমানার মধ্যে যে গাছটি আছে সেটা কাটা হয়নি। প্রধান শিক্ষক জানান, গোলাম হোসেন গাছ গুলো একই গ্রামের পঁচা শেখের কাছে বিক্রি করলে তিনি কেটে নিয়েছেন। তবে কতটাকায় তিনি বিক্রি করেছেন তার বলতে পারেননি। এসময় তিনি সাদা কাগজে একটি বিক্রি করার চুক্তি নামা দেখান। তবে চুক্তিনামায় গাছের সংখ্যা এমনকি বিক্রিত মুল্যের কথাও উল্লেখ ছিল না। এ ব্যাপারে পাশের জমির মালিক গোলাম হোসেনের বাড়ি গিয়ে তার সাথে কথা বললে তিনি জানান, গাছগুলো ৭০ হাজার টাকায় স্কুল কমিটি ও হেড মাষ্টার বিক্রি করেছেন। আমাকে মাত্র ৫ হাজার টাকা দিয়েছেন। বাকি ৬৫ হাজার টাকা দিয়ে স্কুলের গর্ত ভরাট করার জন্য মাটি ফেলবেন বলে জানিয়েছেন। তবে এক মাস পার হলেও এখনো মাটি ফেলেন নি। তবে গাছ বিক্রেতার সাথে আমার কোন লেখাপড়া (চুক্তি) হয়নি। স্কুল থেকে আমাকে একটি স্বাক্ষর করিয়ে নিয়েছেন। তবে গাছ ক্রেতা পঁচা শেখের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলাও সম্ভব হয়নি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম হোসেন বলেন, আমরা কোন গাছ বিক্রি করিনি। পাশের জমির মালিক গোলাম হোসেন গাছগুলো বিক্রি করেছেন। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ওলিউর রহমান বলেন, আগামি মঙ্গলবার অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে যা পাওয়া যাবে সেভাবে প্রতিবেদন জমা দেওয়া হবে। এ ব্যাপারে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন বলেন, ওই বিদ্যালয়ের গাছ কাটা নিয়ে গ্রামের একজন লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে আমরা তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছি। আগামি ২৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।