মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভিপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর লাইন ক্লিয়ার বুলস জয়লাভ করেছে।
সোমবার অনুষ্ঠিত খেলায় লাইন ক্লিয়ার বুলস ৩ উইকেটে মোনাখালী একাদশকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোনাখালী একাদশ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইকলাচ সর্বোচ্চ ২৮ রান করেন। মেহেরপুর লাইন ক্লিয়ার বুলসের রকি ২ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর লাইন ক্লিয়ার বুলস ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।দলের পক্ষে রকি ৫২ রান করেন। রকি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।