ক্রিকেট

গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে শুভরাজপুর কোয়ার্টার ফাইনালে

By মেহেরপুর নিউজ

March 22, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভিপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে শুভরাজপুর বর্ডার বয়েজ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় শুভরাজপুর বর্ডার বয়েজ ৯ উইকেটে কাজলা একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কাজলা একাদশ ১২ ওভার ৩ বলে মাত্র ৮২ রান করে সবাই আউট হয়ে যায়। সাজ্জাদ দলের পক্ষে ৩৮ রান করেন। বর্ডার বয়েজের শাহানুর ও সাজু ৩টি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে শুভরাজপুর বর্ডার বয়েজ ১০ ওভারে ১টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাহানুর ও জুয়েল উভয়ে ২৯ করে রান করেন।শাহানুর ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।