ক্রিকেট

গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে হালদারপাড়া একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

March 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভিপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর হালদারপাড়া একাদশ জয়লাভ করেছে।

শনিবার অনুষ্ঠিত খেলায় হালদারপাড়া একাদশ ৩৮ রানে ফাইভ ট্রেন একাদশকে পরাজিত করে।টসে জিত প্রথমে ব্যাট করতে নেমে হালদারপাড়া একাদশ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেন। দলের পক্ষে বোরহান ডায়ান উভয় ৩৪ রান করে সংগ্রহ করেন।ফাইভ টেনের পক্ষে রণবী ও টিটিসি ২টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে ফাইভ টেন ২৪ ওভার ৪ বলে ৯৮ রান করে সবাই আউট হয়ে যায়। বিদ্যুৎ দলের পক্ষে ৩১ রান সংগ্রহ করেন। বিজয়ী দলের লাভ করেন খেলায় ডায়াল ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।