ফুটবল

গোভীপুর আন্তঃগ্রামীণ ফুটবলে ফাইনালে মাধবীতলা একাদশ

By Meherpur News

July 04, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃ গোভীপুর গ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে গোভীপুর মাধবীতলা একাদশ।

শুক্রবার বিকেলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে মাধবীতলা একাদশ টাইব্রেকারে ৪-২ গোল ব্যবধানে তালতলা একাদশকে পরাজিত করে।

নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা থাকে। প্রথমার্ধে মাধবীতলার পক্ষে ইমরান গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে তালতলার বিপ্লব গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর টাইব্রেকারে মাধবীতলার হয়ে আজমির, মিঠু, ইমরান ও রাফিদ গোল করেন, তালতলার হয়ে সহানুর ও বিপ্লব একটি করে গোল করেন।

চমৎকার পারফরম্যান্সের জন্য মাধবীতলার মিঠুকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।