ফুটবল

গোভীপুর ফুটবল টুর্নামেন্টের ১৬ টি দল বিদায় নিশ্চিত

By মেহেরপুর নিউজ

August 09, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ফুটবল টুর্নামেন্টের ১৬ টি দল বিদায় নিশ্চিত করেছে। বাকি ১৬ টি দলের মধ্যে কাল থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই শুরু হবে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম খেলায় ধলা একাদশ এবং ভবেরপাড়া একাদশ একে অপরের সাথে মোকাবেলা করবে।

দ্বিতীয় রাউন্ডে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অন্য দলগুলো হলো ১১ আগস্ট ঝাও বাড়িয়া সংঘ ক্লাব বনাম কোলা ইলেভেন স্টার। ১২ আগস্ট গাংনী বনাম রামদেবপুর একাদশ। ১৩ আগস্ট ফতেপুর বনাম রতনপুর। ১৪ আগস্ট চৌগাছা বনাম রফিকপুর একাদশ। ১৬ আগস্ট রাজনগর বনাম বালিয়ার ঘাট।১৭ আগস্ট তারাগুনিয়া মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ফ্রেন্ডস একাদশ। ১৮ আগস্ট হরিরামপুর সীমান্ত ক্লাব বনাম নাবিল এন্টারপ্রাইজ একে অপরের সাথে মোকাবেলা করবে।