বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর ভৈরব ক্লাবের আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টে মাধবীতলা একাদশের জয়

By Meherpur News

June 30, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃ গোভীপুর গ্রাম ফুটবল টুর্নামেন্টে গোভীপুর মাধবীতলা একাদশ বিজয় লাভ করেছে। সোমবার বিকেলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাধবীতলা একাদশ ২-০ গোলে উত্তরপাড়া একাদশকে পরাজিত করে।

বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন ইমরান ও আজমির। দলের গোলরক্ষক সবুজ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।