বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে কামদেবপুর জয়ী

By মেহেরপুর নিউজ

July 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে কামদেবপুর সীমান্ত ক্লাব জয়লাভ করেছে। শুক্রবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দীপূর্ণ খেলায় কামদেবপুর সীমান্ত ক্লাব ২-১ গোলে চিৎলা জাগরণী ক্লাব কে পরাজিত করে।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড পূর্বে শিমুল গোল করে সীমান্ত ক্লাবকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ৩১ মিনিটের মাথায় জাগরনীর রুমি করে গোল করে খেলার সমতা ফেরান। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ডের মাথায় আবারও শিমুল গোল করে খেলায় নাটকীয ভাবে জয় লাভ করেন। এর আগে দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড পাওয়ায় কামদেবপুর সীমান্ত ক্লাবের সাগরকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। বাকি সময়টুকু তারা ১০ জন খেলোয়াড় নিয়েয় জয়লাভ করে।

খেলায় বিজয়ী দলের শিমুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী রেজা বিচু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, সদস্য সেলিম রেজা, বজলুর রহমান, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন সুমন তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু এবং জাহাঙ্গীর হোসেন।