বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে বাঁশবাড়িয়া একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

August 02, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ৬ষ্ট ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে বাঁশবাড়িয়া একাদশ জয়লাভ করেছে। বুধবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বাঁশবাড়িয়া একাদশ ৪-১ গোলে টেংরামারি ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলায় প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় সাগর গোল করে বাঁশবাড়িয়াকে এগিয়ে নেন। ২৬ মিনিটের সময় জাহিদ গোল করে দলের গোলের ব্যবধান দ্বিগুণে পরিণত করেন। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় টেংরামারীর হাসিব গোল করে গোলের ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটের মাথায় জাহিদ গোল করে তার ব্যক্তিগত গোলের ব্যবধান দ্বিগুণে পরিণত করার পাশাপাশি দলের গোল সংখ্যা ৩-১ এ নিয়ে যান।২৬ মিনিটের মাথায় সাগর গোল করে তার গোলের ব্যবধান দ্বিগুনে পরিণত করার পাশাপাশি খেলায় বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

খেলায় বিজয়ী দলের মুন্না ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী রেজা বিচু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, সদস্য সেলিম রেজা,শাহনেওয়াজ, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন সুমন তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর হোসেন এবং আলমগীর হোসেন লালটু