মেহেরপুর নিউজ:
খেলা শুরু হওয়ার এক মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত ১-২ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মেহেরপুরের গাংনী থানা পাড়া ফুটবল একাদশ। মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে রামদেবপুর একাদশ খেলায় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
শুক্রবার গোভীপুর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ৩য় খেলায় রামদেবপুর একাদশ ২-১ গোলে গাংনী থানা পাড়া একাদশকে পরাজিত করে।খেলার প্রথমার্ধের ১ মিনিটের মাথায় গাংনী থানা পাড়া একাদশের রাফেল গোল করে দলকে এগিয়ে নেন। ৯ মিনিটের মাথায় রামদেবপুর এর শাহাব গোল করে খেলায় সমতা ফেরান।২৬ মিনিটের মাথায় রাসেল গোল করে দলকে জয় করতে সাহায্য করেন। খেলায় বিজয়ী দলের রাসেল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু ও জাহাঙ্গীর। মেহেরপুর সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রহমান, আলিরেজা বিছু টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি সেলিম, পলাশ জাকির প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।