বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ ফিক্সিং এর অভিযোগ

By মেহেরপুর নিউজ

August 22, 2023

মেহেরপুর নিউজ:

ম্যাচ ফিক্সিং এর অভিযোগে দর্শকদের বিক্ষোভ প্রদর্শন। দুই দলের খেলোয়াড় লাঞ্ছিত হয়েছে । ৩য় কোয়ার্টার ফাইনাল খেলা পন্ড হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৬ষ্ট ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় কোয়ার্টার ফাইনাল খেলা চলাকালীন দর্শকদের নারকীয় ঘটনা ঘটে।

জানা গেছে ৩য় কোয়াটার ফাইনাল খেলায় গাংনীর চৌগাছা ইয়াং স্টার এবং ধলা একাদশ একে অপরের সঙ্গে মোকাবেলা করে। খেলা শুরুর প্রাক্কালে দু দলের খেলোয়াড়দের দেখে দর্শকরা সন্দেহ পোষণ করেন।  প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের খেলায় চৌগাছা ইয়াং স্টার এবং ধলা একাদশ দেশের বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড় এনে দুটি দল পৃথক পৃথকভাবে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এদিকে কোয়ার্টার ফাইনাল খেলায় দুটি দলই বহিরাগত কোন খেলার না এনে এলাকার খেলোয়াড়দের নিয়ে মাঠে নামেন। চৌগাছা ইয়াং স্টার ক্লাব কর্তৃপক্ষ ধলা একাদশের কর্মকর্তাদের সাথে গোপন আঁতাত করে অর্থের বিনিময়ে ম্যাচ ফিক্সিং করেন। যাতে করে চৌগাছা অনায়াসে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।

ম্যাচ ফিক্সিং এর কারণে ধলা একাদশের পাশাপাশি চৌগাছা ইয়াং স্টারও সাধারণ মানের খেলোয়াড়দের নিয়ে মাঠে উপস্থিত হন। খেলা শুরু হওয়ার পর থেকেই প্রত্যেকটি খেলোয়াড়ের গা ছাড়া ভাব দেখে দর্শকদের মধ্যে সন্দেহ শুরু হয়। খেলা চলাকালীন সময়ে চৌগাছা ইয়াং স্টার এর এক কর্মকর্তাকে ধাওয়া করলে সে মাঠ থেকে পালিয়ে যান।

এদিকে খেলার প্রথমার্ধের প্রায় ২০ মিনিট অতিবাহিত হওয়ার পর পরই চতুর পাশ থেকে দর্শক মাঠে প্রবেশ করে উভয় দলের খেলোয়াড়দের মারধর করা শুরু করে। এ সময় খেলোয়াড়রা জার্সি খুলে প্রাণভয়ে দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। প্রায় দশ মিনিট যাবত মাঠে দর্শকদের এই তাণ্ডবের পরপরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।