ফুটবল

গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ফতেপুর একাদশ

By মেহেরপুর নিউজ

August 13, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফতেপুর একাদশ।

শনিবার গোভীপুর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলায় ফতেপুর একাদশ টাইব্রেকারে (০-০) ৫-৪ গোলে রতনপুর সূর্যতরুন ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। টাইব্রেকারে ফতেপুর একাদশ ৫-৪ গোলে রতনপুর সূর্যোধন ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে তফেল, রুম্মন, আরিফ, রিপন এবং তুহিন গোল করেন। রতনপুর সূর্যসেন ক্লাব এর পক্ষে জেনাস, লিমন, সোহান ও লিমন গোল করলেও শামীমের কিক গোলবারের বাইরে দিয়ে মাঠের বাইরে চলে যায়। খেলায় বিজয়ী দলের তফেল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু ও জাহাঙ্গীর। মেহেরপুর সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রহমান, টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি সেলিম, পলাশ জাকির প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।