ফুটবল

গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী শুক্রবার

By মেহেরপুর নিউজ

September 03, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। মেহেরপুর সদর উপজেলার ফতেপুর একাদশ ও নাবিলা এন্টারপ্রাইজ ফাইনাল খেলায় একে অপরের সাথে মোকাবেলা করবে।

সেমিফাইনালে ফতেপুর একাদশ ঝাউবাড়িয়া নওদাপাড়া একাদশকে এবং নাবিলা এন্টারপ্রাইজ রাজনগর পাবলিক ক্লাবকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আগামী শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের। এদিকে ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুটি ক্লাবের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। একই সাথে গোভীপুর গ্রামসহ ফুটবল ভক্তদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে।