বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

By Meherpur News

August 10, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ সাইফুল ইসলামের উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাছের চারা বিতরণের উদ্বোধন করেন ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম। পরে বিদ্যালয়ের ২০০’র বেশি শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।