বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা ও ডিজিটাল হাজিরা চালু

By Meherpur News

August 11, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা ও ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ সাইফুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক সাহারুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষকদের উপস্থিতি ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।