শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে নতুন বইয়ের ঘ্রানে মাতোয়ারা শিক্ষার্থীরা ।। স্কুলে স্কুলে বই উৎসব

By মেহেরপুর নিউজ

January 01, 2016

মেহেরপুর নিউজ, ০১ জানুয়ারী:

নতুন বইয়ের ঘ্রানে মাতোয়ারা শিক্ষার্থীরা। ইংরেজি বছরের প্রখম দিনে নতুন বই নিতে সকাল থেকে স্কুল প্রাঙ্গনে জড়ো হতে শুরু করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন বই পেয়ে নতুন করে ভালো ফলাফল গড়ার প্রত্যায়ে বই হাতে ফিরলো শিক্ষার্থীরা। বিভিন্ন স্কলের বই উৎসবের খবর নিয়ে এবারের আয়োজন।

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব

মেহেরপুর সদর গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় উদ্যোগে বই উৎসবের অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে গোভীপুর মাধ্যামিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি মোঃ শাহাজামাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরন করেন।  গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যনেজিং কমিটির সদস্য জয়নাল আবেদিন, আলী কদর, সহকারী প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, সহকারী শিক্ষ শেখ মোঃ রুহুল আমিন সাজেদুর রহমান, জাহিদুল ইসলাম, এহতেশামুল পারভিন, সুমনা পারভিন, কা,রুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ প্রমুখ।

জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যেগে বই উৎসব মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যেগে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মিলনায়তনে উপাধ্যক্ষ সামসুল রহমান টুটুলের সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক আলামিন ইসলাম বকুল।

 

 

মেহেরপুরে ফেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমীর উৎসব মেহেরপুরে ফেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমীর উদ্যেগে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজন আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেন। ফেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্রচার্য। এসময় সেখানে উপস্থিত ছিলেন আনোয়ারুর হক শাহী, আব্দুস সালাম, সৈয়দ এহসানুল কবির আরিফ প্রমুখ।

 

তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বই উৎসব মেহেরপুরে তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার উদ্যেগে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা প্রঙ্গনে বই বিতরণ অনুষ্ঠিত হয়। তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা ম্যনেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ ফয়েজ উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এসময় প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আবু হানিফ বাবু, সহীদ সাদেক হোসেন ববলু, সৈয়দ আবু আদুল্লাহ বাপ্পী, আমিরূ ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ নসকর আলী প্রমুখ।

 

চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব মেহেরপুরের গাংনীতে চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আসাদুদৌলা শান্তি। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান। এসময় সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, শফিকুল রহমান, প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক আব্দুর রকিব সহ অন্যন্য শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

 

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যেগে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সভাপতি মোশাররফ হোসেন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাতিত্বে অনুষ্ঠিত বই বিতরন অনুষ্ঠানে অন্যদের প্রভাষক শফি কামাল পলাশ সহ অন্যন্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

 

মেহেরপুরের আমঝুপিতে বই উৎসব মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে সদর আমঝুপি ইউনিয়নে অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে বই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের (সদর ও মুজিবনগর) সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফির, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক , জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন, মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন প্রমুখ।