শিক্ষা ও সংস্কৃতি

গোল্ডেন এ প্লাস পেয়েও হতাশ আসাদুল্লাহ

By মেহেরপুর নিউজ

May 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মে: প্রকৌশলী হবার স্বপ্ন দেখে লেখা পড়া শুরু করেছিল আসাদুল্লাহ। কখনও খেয়ে না খেয়ে নজের পড়ার ফাঁকে অন্যকে প্রাইভেট পড়িয়ে লেখা পড়ার খরচ জুগিয়ে এবার এসএসসি পরীক্ষায় মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় খেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে। তবে কলেজে ভর্তি আর বাকী জীবনের লেখাপড়া নিয়ে চিন্তিত আসাদুলসহ তার পরিবারের লোকজন। একরকম হতাশা নিয়েই আসাদুল জানায় তার ভবিষ্যত লেখা পড়া অনিশ্চিতের পথে। জানা যায়, ভাটপাড়া গ্রামের গোলাম হোসেন ও মর্জিনা বেগমের ছেলে আসাদুল। ছোট বেলা থেকেই মেথাবী। বাবার জমি জিরাত নেই। লেখা পড়ার খরচ যোগাতে না পারায় বেশ ক’বার তার লেখা পড়া বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মা মর্জিনার কারণে লেখা পড়া শুরু হয়। হাস মুরগী পালন করে তা বিক্রি করে কোন মতে লেখা পড়ার খরচ চালিয়েছেন তিনি। আসাদুলকেও পড়াশোনার পাশাপাশি অন্যকে প্রাইভেট পড়াতে হতো। কিন্তু এখন মহা সংকটে পড়েছেন কলেজে ভর্তি হওয়া ও পরবর্তী পড়াশোনার খরচ জোগানো নিয়ে। মা মর্জিনা ও বাবা গোলাম হোসেন জানান,  ছেলে ভাল রেজাল্ট করেছে শুনে যতটা আনন্দ তার চেয়ে বড় কষ্ট ওকে কিভাবে বলেজে ভর্তি করাবো আর মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবো। এমন কোন সম্পদ নেই যার উপর নির্ভর করে ওর লেখা পড়ার খরচ যোগাবো। ওর লেখা পড়া হয়ত আর হবে না। আমার মতো হয়তো আসাদুলকে দিনমজুরের পথ বেছে নিতে হবে। মেধাবী আসাদুল জানান, খুব ছোটবেলা থেকেই প্রকৌশলী হবার স্বপ্ন দেখতাম। বেশকষ্ট করেই মা বাবা লেখা পড়ার খরচ যুগিয়েছে। এখন আর তাদের পক্ষে লেখা পড়ার খরচ যোগানো সম্ভব হবে না। চরম হতাশা নিয়ে পথ চলতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, যতটুকু সম্ভব আসাদুলের লেখাপড়ার জন্য সুযোগ করে দেয়া হয়েছে। ওর ভবিষ্যত জিবনের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরী।