বর্তমান পরিপ্রেক্ষিত

গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

June 28, 2023

মেহেরপুর নিউজ:

সমবায় অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরন প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন মিলনায়তনে সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করেন।জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা, সুবিধাভোগী সদস্য কুতুবউদ্দিন, রুনা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার।মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ও আমদহ ইউনিয়নের ২শ জনের মধ্যে ১ লক্ষ ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন খুব বেশি শীঘ্রই আমাদের এলাকাকে দারিদ্র্য মুক্ত কররো। এই জায়গায় কোন গরিব মানুষ থাকবে না। ফরহাদ হোসেন বলেন, এখন দিন আর রাতের মধ্যে কেন পার্থক্য নেই। পার্থক্য ছিল ২০০১ সালে।