বর্তমান পরিপ্রেক্ষিত

গ্রাম আওয়ামী লীগের উদ্যোগে পথসভা ও গনসংযোগ

By মেহেরপুর নিউজ

July 20, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের দির্ঘীর পাড়া গ্রাম আওয়ামী লীগের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ণ চিত্র তুলে ধরে পথসভা ও গনসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শ্যামপুর ইউনিয়নের দিঘির পাড়া গ্রামে এ পথসভা ও গণসংযোগ করা হয়।

গ্রাম আওয়ামী লীগের নেতা আব্দুল মন্ডলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, নুরুল ইসলাম, মুরাদ আলী, ইয়াসিন আলী, আক্তার হোসেন, মুক্তারুল ইসলাম প্রমুখ। ’

পথসভা এডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে কৃষকদের লাইনে দাড়িয়ে ডিজেল কিনতে হয় না। লাইনে দাঁড়িয়ে সার কিনতে হয় না। তিনি বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছেন। এ সরকারকে আবারো ক্ষমতায় আনতে নৌকার পক্ষে কাজ করতে হবে। পরে অ্যাডভোকে ইয়ারুল ইসলাম দিঘির পাড়া গ্রামে গণসংযোগ করেন।