মেহেরপুর নিউজ:
পরিবেশ রক্ষায় সামাজিক উদ্যোগ হিসেবে কাম ফর হিউম্যানিটি-এর “গ্রিন মেহেরপুর ২০২৫” ক্যাম্পেইন ও “গ্রিন স্কুল, ক্লিন স্কুল – সিজন ৪”-এর আওতায় একটি প্রশংসনীয় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে।
সোমবার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের যাদুখালি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাম ফর হিউম্যানিটির ইয়ুথ লিডার ইমন বিশ্বাস, যিনি পুরো কর্মসূচির তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাঈদ কামাল এবং প্রতিষ্ঠানের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
এই উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি, গাছের গুরুত্ব উপলব্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার একটি মহৎ প্রচেষ্টা শুরু হলো। শুধু গাছ লাগানো নয়, সেই গাছের সঠিক পরিচর্যা ও বড় করে তোলার প্রতিশ্রুতি নিয়েই এই কর্মসূচি চালানো হচ্ছে।