ফুটবল

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে ৩ টি খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল বরশীবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় এবং শোলমারী মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ দল জয়লাভ করেছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় বরশীবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়কে এবং শোলমারী মাধ্যমিক বিদ্যালয় আশরাফুর মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে। এর আগে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।