খেলাধুলা

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালক হ্যান্ডবলে মেহেরপুর সঃ বাঃ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

September 06, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল বালকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার ঝাউবারিয়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে (১-১) ৩-২ গোলে টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। এতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে জয়লাভ করে।