বর্তমান পরিপ্রেক্ষিত

গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমীর ৬১ শিক্ষার্থীর বৃত্তি লাভ

By মেহেরপুর নিউজ

March 02, 2019

মেহেরপুর নিউজ, ০২ মার্চ: বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় মেহেরপুর গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমীর শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।

২০১৮ সালে অনুষ্ঠিত কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বিভিন্ন ক্লাসে মোট ৮০জন অংশ গ্রহন করে। এর মধ্যে সারা দেশের মধ্যে ২ জন ১ম, ৩ জন ২য়, ১ জন ৩য় সহ ট্যালেন্টপুলে ৩০ জন, সাধারণ গ্রেডে ১৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১৬ জন বৃত্তি লাভ করে।

গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী সূত্রে জানাগেছে প্রতিষ্ঠানের ২য় শ্রেনীর ছাত্রী তাসরিফি সুলতানা সারা দেশের মধ্যে ১ম স্থান অধিকার করে। তাসরিফি সুলতানা মুজিবনগর ডিগ্রী কলেজের প্রভাষক মফিজুল ইসলাম ও আশরাফি সুলতানা সিমার মেয়ে, একই ক্লাসের ফারহান ইসরাত যৌথ ভাবে সারা দেশের মধ্যে ১ম স্থান অধিকার করে। সে সদর উপজেলার শোলমারী গ্রামের সেনা সদস্য সাহাজান আলী ও তাসমিম সুলতানা প্রিয়াংকার  ছেলে। অপর দিকে একই ক্লাসের তাহসিনা ইসলাম রোজা সারা দেশের মধ্যে ২য় স্থান অধিকার করে।

এদিকে ৩য় শ্যেনীর ছাত্র সাওয়াদ বিন মনির ও তানজিম ইসান ৩য় শ্রেনী থেকে সারা দেশের মধ্যে ২য় স্থান অধিকার করে। সাওয়াদ বিন মনির যাদবপুর গ্রামের শিক্ষক মনিরুজ্জামান ও শামিমা নাসরিনের ছেলে, তানজিম ইসান মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মিরাজ উদ্দীন ও ইসমত আরা রত্নার ছেলে।

একই প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেনীর ছাত্রী নিওলা আরিবাহ্ সারা দেশের মধ্যে ৩য় স্থান অধিকার করে। লিওনা আরিবাহ্ মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সালেহ মোহাম্মদ নাসিম ও শিরিন সুলতানার একমাত্র মেয়ে।