অন্যান্য

ঘুষ গ্রহণের অভিযোগে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে আদালত

By মেহেরপুর নিউজ

June 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন: ঘুষ গ্রহণের অভিযোগে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালত। আজ রোববার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান এ আদেশ দেন । একই সাথে মামলাটির তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন তিনি। আদালত সুত্রে জানা গেছে, চুরির মামলার আসামী মেহেরপুর শহরের কাশ্যবপাড়া সাহেব আলীর জবানবন্দীমূলক স্বীকারোক্তী থেকে আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ দেন। স্বীকারোক্তীতে সাহেব আলী   বলেন, ওসি (তদন্ত) তরিকুল ইসলাম তাকে ছেড়ে দেয়ার কথা বলে  ঘূষ গ্রহণ করলেও তাকে না ছেড়ে কারাগারে পাঠিয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক সাহেব আলীর জবানবন্দী গ্রহণ করে ওসি ( তদন্ত) তরিকুলের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন সদর থানার ওসিকে এবং সেই সাথে মামলাটি দুদককে তদন্তের নির্দেশ দেন।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত একটি আদেশ তিনি পেয়েছেন কিন্তু পড়ে দেখেন নি বলে জানান।