কৃষি সমাচার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মেহেরপুর বীজ উৎপাদন খামারের ফসলের ক্ষতি

By মেহেরপুর নিউজ

October 25, 2022

 এসআই বাবু, বারাদীঃ

সারাদেশের ন্যায় সিত্রাংয়ের প্রভাবে দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মেহেরপুর বীজ উৎপাদন খামার, বিএডিসি, বারাদীতে মাঠে দন্ডায়মান আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে বয়ে যাওয়া ঝড়োও দমকা হাওয়ায় খামারের দণ্ডায়মান আমন ফসলের ধান গাছ গুলো কোথাও কোথাও নুয়ে গেছে আবার কোথাও শুয়ে পড়েছে। রাতভর দমকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এমনটি হয়েছে বলে জানা যায়।

সরজমিনে খামারের বিভিন্ন প্লটের ধানক্ষেতে গিয়ে দেখা যায়, অধিকাংশ জমির এক-তৃতীয়াংশ ধান গাছ দমকা হাওয়ায় শুয়ে গেছে। এ বিষয়ে মেহেরপুর বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ কে এম মনিরুজ্জামান বলেন, চলতি অর্থবছরে আমন মৌসুমে অত্র খামারে ২২৫ একর বিভিন্ন জাতের আমন ধানবীজ ফসলের আবাদ করা হয়েছে। এরমধ্যে মাঠে দণ্ডায়মান আনুমানিক ৩৫-৪০ একর আধাপাকা ও মিল্কিং স্টেজে থাকা ধান গাছ গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মাটিতে শুয়ে গেছে। তাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে।