বর্তমান পরিপ্রেক্ষিত

চকশ্যামনগরের ফ্রেন্ডস সার্কেল কফি হাউসে চুরি

By মেহেরপুর নিউজ

August 11, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ফ্রেন্ডস সার্কেল কফি হাউস চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। ফ্রেন্ডস সার্কেল কফি হাউসের মালিক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে কফি হাউজ বন্ধ করে বাড়ি চলে আসি। এরপর পরই সঙ্ঘবদ্ধ চোরের দল কফি হাউজ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একটি মটার চুরি করে নিয়ে যায়।বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানা গেছে।