মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চক শ্যামনগর গ্রাম মাইক্রোর ধাক্কায় মোঃ আব্বাস আলী(৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্বাস আলী চকশ্যামনগর গ্রামের হারু শেখের ছেলে। জানা গেছে ঘটনার সময় চকশ্যামনগর ক্লাবের কাছে আব্বাস আলী রাস্তা পার হওয়ার সময় মুজিবনগরের দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রো তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার করেন।