বর্তমান পরিপ্রেক্ষিত

চলতি মৌসুমী মেহেরপুর জেলায় বোরো ধানের বাম্পার ফলন

By Meherpur News

May 16, 2025

মেহেরপুর নিউজ:

চলতি বোরো মৌসুমী মেহেরপুর জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা সময় মত তাদের ঘরে তুলতে পেরেছেন।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ১৯ হাজার ৪২৭ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্র ধার্য করা হয়। এর মধ্যে উফসি জাতের ধান ৩ হাজার ৫৮৮ হেক্টর জমিতে এবং হাইব্রিড জাতের ধান ১৫ হাজার ৮৩৯ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধান চাষের নির্ধারিত লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে। অর্থাৎ মেহেরপুর জেলায় ধান চাষ হয়েছে ১৯ হাজার ৪২৭ হেক্টর জমিতে। এরমধ্যে উপসি ধান চাষ হয়েছে ২ হাজার ৯৫৭ হেক্টর জমিতে এবং হাইব্রিড ধানের চাষ হয়েছে ১৬ হাজাট ৪৭০ হেক্টর জমিতে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি ফলনা হয়েছে ভালো।