কৃষি সমাচার

চলতি মৌসুমে মেহেরপুরে কচুর বাম্পার ফলন

By মেহেরপুর নিউজ

June 07, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুন: চলতি মৌসুমে মেহেরপুর জেলায় কচুর বাম্পার ফলন হয়েছে। মেহেরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর চলতি মৌসুমে মেহেরপুর জেলায় কচু চাষের লক্ষ্য মাত্রা ধার্য্য না করলেও গত মৌসুমের তুলনায় ৬০ হেক্টর বেশি জমিতে কচুর চাষ হয়েছে। গত বছর মেহেরপুর জেলার ৩ টি উপজেলার বিভিন্ন এলাকায় এক হাজার ৬শ’ ২০ হেক্টর জমিতে কচুর চাষ হয়েছিল। কচু চাষে অধিক ফলনসহ মুনাফা বেশী এবং অপেক্ষাকৃত খরচ কম হওয়ায় চলতি মৌসুমে গত বারের চেয়ে ৬০ হেক্টর বেশি জমিতে কচুর চাষ হয়েছে। অর্থাৎ এবার মেহেরপুর জেলায় এক হাজার ৬শ’ ৮০ হেক্টর জমিতে কচুর চাষ হয়েছে। ইতোমধ্যেই আগাম চাষ করা কচু বাজারে উঠতে শুরু করেছে। এতে চাষিরা ভাল দাম পাওয়ার পাশাপাশি ফলনও ভাল হয়েছে বলে অনেকে জানিয়েছে।