বর্তমান পরিপ্রেক্ষিত

চলে গেলেন মেহেরপুরের একমাত্র চলচ্চিত্র অভিনেতা শাফায়েত হোসেন

By মেহেরপুর নিউজ

July 13, 2023

মেহেরপুর নিউজ:

চলে গেলেন মেহেরপুরের একমাত্র চলচ্চিত্র অভিনেতা শাফায়েত হোসেন। বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাফায়েত হোসেনের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শাফায়েত হোসেন মেহেরপুর শহরের কাঁসারিপাড়া এলাকার মরহুম আসাদুর রহমানের ছেলে।মরহুম সাফায়েত হোসেনের স্ত্রী, তিন কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।সাফায়েত হোসেন বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগের সময় আল হেলাল, মাটির ডাকসহ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকহানাদার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হন। মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার শেষে মেহেরপুর পুরাতন কবরস্থানে সাফায়েতের দাফন সম্পন্ন হয়েছে।