মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার পিরোজুপর গ্রামের ব্যবসায়ী মনসুর আলী বাড়িতে চাঁদার দাবিতে বোমা বিষ্ফোরণ করেছে দুবৃত্তরা। এ সময় ৩লাখ টাকা চাঁদা দাবি করে দেয়ালে একটে পোষ্টারও সাটিয়ে দিয়েছে বলে জানা গেছে। তবে বিষ্ফোরিত বোমায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আতংক তৈরি হয়েছে। ব্যবসায়ী মনসুর আলী জানায়, সোমবার গভীর রাতে চাঁদার দাবিতে দূবৃত্তরা তার বাড়ি লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। পর পরই তারা দেয়ালে একটি ছোট পোষ্টার সাটিয়ে দেয়। এতে লেখা আছে দ্রুত ৩ লাখ টাকা না দিলে এর পরে কাফনের কাপড় ও গোলাপজল পাঠাবে। তারপর টাকা না পেলে ফা্ইনালে তাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দয়ে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আরো বলেন, তবে এখনো বাড়ির মালিক কোনো অভিযোগ বা জিডি করেননি।