অন্যান্য

চাঁদার দাবিতে মেহেরপুরের রমেশ ক্লিনিকে বোমা

By মেহেরপুর নিউজ

October 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর: চাঁদা না দেয়ায় মেহেরপুর শহরের মল্লিক পাড়ার রমেশ ক্লিনিকে একটি হাত বোমা রেখে গেছে দূর্বৃত্তরা। পরে শুক্রবার বিকালে মেহেরপুর সদর থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে। রমেশ ক্লিনিকের মালিক ডা: রমেশ চন্দ্র নাথ জানান, সপ্তাহ খানেক ধরে অজ্ঞাত মোবাইল ফোন দিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে দূবৃত্তরা। তিনি জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার দিনের কোনো এক সময় তার চেম্বারের পাশে একটি হাত বোমা রেথে গেছে দূবৃত্তরা। পরে বিকালের দিকে বোমাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।