বর্তমান পরিপ্রেক্ষিত

চাকরি না হওয়ায় মুক্তিযোদ্ধাসহ পরিবারের ৪ জন সদস্যের আমরন অনশন শুরু

By মেহেরপুর নিউজ

May 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল: প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকরি না হওয়ায়  সোমবার বিকেল থেকে মেহেরপুর শহরের একজন মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের ৪ জন সদস্য আমরন অনশন শুরু করেছে। জানা গেছে, মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা নিহাজউদ্দিন ওরফে তুফান ড্রাইভারের ছেলে মালেকুল ইসলাম টিটন মুক্তিযোদ্ধা সন্তানদের কোটায় মুজিবনগর স্বাস্থ্য কমপে­ক্সে চালক পদে নিয়োগ পরীক্ষা দিলেও তার পরিবর্তে অমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে মর্মে তুফানের নেতৃত্বে তার ছেলে টিটন, রিকন ও লিটন মেহেরপুর সিভিল সার্জন অফিস গেটে আমরন অনশন শুরু করেছে।