বিশেষ প্রতিবেদন

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা

By মেহেরপুর নিউজ

October 26, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬অক্টোবর :

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা’র দাফন সম্পন্ন হয়েছে।  মঙ্গলবার বিকেলে আমঝুপি উত্তরপাড়া কবর স্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে মরহুমের মরদেহ তার এক আত্মীয়ের মাধ্যমে বাংলাদেশ-ভারত এর স্থল বন্দরে মরহুমের নিকট আত্মীয়-স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে গোলাম মোস্তফার মরদেহ আমঝুপিতে এসে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

এসময় আমঝুপিসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তার লাশ এক নজর দেখার জন্য বাড়িতে ভীড় জমান। এদিন বেলা ৩ টায় আমঝুপি উত্তরপাড়া ঈদগা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সব শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। জানাজায় মানুষের এতটাই ভীড় ছিলে যে, ঈদগা মাঠ পেরিয়ে পাকা সড়কের ওপর মানুষ দাঁড়িয়ে জানাজায় অংশ গ্রহণ করেন।

এর আগে সেখানে বক্তব্য রাখেন মুজিবনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ আব্দুল জলিল, মরহুমের ভাই আলহাজ মোজাফফর হোসেন, মরহুমের বড় ছেলে ওমর ফারুক লিটন, জেলা বিএনপি নেতা ইলিয়াস হোসেন, আনছার-উল হক, কর্ণেল অবঃ সামস, আনোয়ারুল হক কালু। এ ছাড়াও জানাজায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্ল­া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডা. আবুল হাশেম, জেলা জামায়াতের নায়েবে আমীর সিরাজুল ইসলাম, সিরাজুল হক প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর চিকিৎসার জন্য দর্শনার গেঁদে বর্ডার হয়ে ভারতে যান। ভারতের কোলকাতার পূর্ব যাদবপুর থানাধীন সোনার বাংলা বোডিংয়ের ১০৭ নং কক্ষে অবস্থান করেন। পরদিন সকাল ৮টার দিকে হোটেলের দরজা খুলতে দেরি হওয়ায় ম্যানেজারের সন্দেহ হয়। দরজা ভেঙে গোলাম মোস্তফার মৃত দেহ বিছানার উপর পড়ে থাকতে দেখে যাদবপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ থানায় নিয়ে যায়।