বর্তমান পরিপ্রেক্ষিত

চুরি করে সরকারি গাছের ডাল কর্তন মেহেরপুর আমঝুপি থেকে লক্ষাধিক টাকা মূল্যের কাঠ উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে শতবর্ষী একটি কড়াই গাছ কাটার সময় জেলা পরিষদের লোকজন বেশ কিছু গাছের মোটা ডাল উদ্ধার করেছে। জানা গেছে, গত রোববার দিবাগত রাতে আমঝুপি রাজারের সবচেয়ে পুরাতন ওই গাছটি থেকে এলাকার গাছ খেকোরা কয়েকটি ডাল কেটে ফেলে এসময় খরব পেয়ে  পুলিশ সেখানে পৌঁছালেও কাটা ডাল উদ্ধার করতে ব্যর্থ হয়। সোমবার জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী বিষয়টি জানতে পেরে পরিষদের কর্মকর্তাদের কাটা ডাল উদ্ধরের নির্দেশ দিলে আমঝুপি বাজারপাড়া এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের ডাল উদ্ধার করে জেলা পরিষদে নেয়া হয়।