মিজানুর রহমান জেদের বসে মাথায় চুল রেখে জেদি পুরুষ মেহেরপুরে শহরের নতুনপাড়ার বাসিন্দা মুনতাছিম বিললাহ এখন দেশের মধ্যে সবচেয়ে বিশাল চুলের অধিকারী। শহরের নতুনপাড়ার মরহুম মনি শেখের পুত্র জেলা তথ্য অফিসের কর্মচারী মুনতাছিন বিললাহ প্রায় ১৮ বছর আগে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সাথে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মাথার চুল না কাটার সিদ্ধান্ত নেন। সেই থেকে মুনতাছিম আর চুলে কাঁচি স্পর্শ করেননি। বর্তমানে তার চুল প্রায় ৫ ফুট হয়েছে। সাদা চুলে মেহেদী লাগিয়ে বিশাল এ চুল তিনি নিয়মিত চর্চা করেন। অধিকাংশ সময় মহিলাদের ন্যায় খোপা বেধে মাথায় টুপি দিয়ে ঢেকে রাখেন। ৩ পুত্র সন্তানের জনক মুনতাছিম অবসরে কেবলই চুলের যত্ন করেন বলে সাংবাদিকদের জানান।