বর্তমান পরিপ্রেক্ষিত

চুয়াডাঙ্গায় ধানবোঝায় আলগামন গাড়ী উল্টে গাংনীর ব্যবসায়ী নিহত

By Meherpur News

January 13, 2026

মেহেরপুর নিউজ :

চুয়াডাঙ্গার ভালাইপুর এলাকায় ধান বোঝায় একটি আলমসাধু (ইঞ্জিনচালিত যানবাহন) উল্টে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ব্যবসায়ী মনসুর আলী (৫০) নিহত হয়েছেন। ৪ সন্তানের জনক নিহত মুনসুর মৃত ইকার উদ্দীনের ছেলে। এ ঘটনায় গাড়ীর চালক গুরুতর আহত হয়েছেন। সােমবার সন্ধার দিকে চুয়াডাঙ্গার ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, মনসুর আলী পেশায় একজন ভূষিমাল ব্যবসায়ী। তিনি নিজ গ্রাম পাকুড়িয়া থেকে ধান বিক্রির উদ্দেশ্যে আলগামন গাড়ি করে পাশের জেলা চুয়াডাঙ্গার হাতিকাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভালাইপুর এলাকায় পৌঁছালে, হঠাৎ করে গাড়ীর এক্সেল কেটে যায়। ফলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় মনসুর আলী ধান বোঝায় গাড়ীর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। সেই আহত হন গাড়ীর চালক। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে,ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনসুর আলীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত চালককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।