আইন-আদালত

চুয়াডাঙ্গা পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধার, বিভিন্ন মামলার ১৩ জন আটক

By মেহেরপুর নিউজ

April 19, 2019

নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল: চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১৩জন আসামিকে আটক করেছে পুলিশ। একই দিনে ৩৬ বোতল ফেনসিডিলসহ একজন আটক করা হয়েছে। বুধবার দিবাগত ২টা থেকে বুহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশ অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জিআর মামলায় ১জন, সি আর মামলায় ১ জন, নিয়মিত মামলায় ১ জনকে আটক করেছে। জীবননগর থানা পুলিশ জি আর মামলায় ১ জন, সিআর মামলায় ৩ জন, নিয়মিত মামলায় ১ জনকে আটক করেছে। আলমডাঙ্গা থানা পুলিশ জি আর মামলায় ১ জন, সিআর মামলায় ১ জন, আটক করেছে। দামুড়হুদা থানা পুলিশ জি আর মামলায় ১ জন, সিআর মামলায় ১ জনকে আটক করেছে। অপরদিকে জীবননগর থানার ধোপাখালী গ্রামের একটি আমবাগান থেকে শিপন নামের একজনকে ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।