এক ঝলক

চৈত্র মাসে মেহেরপুরে ভোরে দিকে প্রচন্ড ঘন কুয়াশা

By মেহেরপুর নিউজ

April 03, 2020

মেহেরপুর নিউজ:

চৈত্র মাসে মেহেরপুরের দিনের বেলায় কাঠফাটা রোদ এবং ভোরে প্রচন্ড ঘন কুয়াশা পড়ছে। শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত প্রচন্ড ঘন কুয়াশার চাদরে মেহেরপুর শহর মূলত ঢাকা ছিল ।

সাধারণত কার্তিক, অগ্রহায়ণ, পৌষ ও মাঘ মাসে ঘন কুয়াশা পড়লেও প্রাকৃতিক বিরূপ মনোভাবের কারণে এবার চৈত্র মাসে এসেও প্রচন্ড ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। করো।না ভাইরাসের কারণে এমনিতে সাধারণ মানুষ ঘরের বাইরে বেরোতে সাহস পাচ্ছে না।

সকালে চিত্র শহরের প্রধান প্রধান সড়কগুলো ফাঁকাই ছিল তবে গুটিকয়েক ইজিবাইক ও ট্রাক চলাচল করলেও তারা তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। আগের দিন বৃহস্পতিবার সারাদিন কাঠফাটা রোদ পড়েছিল। রাতে হালকা বাতাস এবং ভোরের দিকে কুয়াশা পড়াই মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।