বিশেষ প্রতিবেদন

চ্যানেল-আই কৃষকের ঈদ আনন্দ অনুষ্টান এবার আমঝুপি নীলকুঠিতে

By মেহেরপুর নিউজ

September 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ সেপ্টেম্বর: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চ্যানেল-আই “কৃষকের ঈদ আনন্দ” অনুষ্ঠান এবার মেহেরপুর সদর উপজেলায় অবস্থিত নীলকরদের ঐতিহাসিক স্থান আমঝুপি নীলকুঠিতে অনুষ্ঠিত হবে। চ্যানেল আইয়ের বার্তা প্রধান, কৃষিবিদ ও অনুষ্টান প্রয়োজক শাইখ সিরাজ মেহেরপুরে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে এই ঘোষনা দেন। অনুষ্টানটি চ্যানেল আই- তে সরাসরি সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার ঢাকা থেকে শাইখ সিরাজের নেতৃত্বে চ্যানেল আইয়ের চ্যানেল আইয়ের সিনিয়র ষ্টাফ রির্পোটার আদিত্য শাহীন সহ ৪ সদস্যের একটি দল মুজিবনগর স্মৃতি সৌধ ও মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্মৃতি মানচিত্র ঘুরে দেখেন। এসময় প্রতিনিধি দলটি মুজিবনগর

স্মৃতি সৌধ ও মানচিত্র’র বর্তমান অবস্থা ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে ভিডিও চিত্র গ্রহণ করেন। যা চ্যানেল আইতে গুরুত্ব সহকারে প্রচার করা হবে বলে জানান। পরে চ্যানেল আইয়ের টিমটি কৃষকের ঈদ আনন্দ অনুষ্টানের জন্য স্থান পরিদর্শন করতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি বাড়িতে যান। সেখানে টিম লিডার চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ নীলকুঠি এলাকার বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় অনুষ্টান আয়োজনে স্থানীয় জনগনের করণীয় বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে কথা বলেন। সবকিছু পর্যবেক্ষন শেষে তিনি  ঈদুল আযহা উপলক্ষে চ্যানেল আইয়ে কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি এবার আমঝুপি নীলকুঠি বাড়িতে অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেন।