রাজনীতি

ছাত্র ও শ্রমীকলীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাংনীতে সাংবাদিক সম্মেলন

By মেহেরপুর নিউজ

May 10, 2015

মেহেরপুর নিউজ,১০ মে: মেহেরপুরের গাংনীতে ছাত্র ও শ্রমীকলীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পৃথক পৃথক সাংবাদিক সম্মেলন করেছে সংগঠনের দুটির নেতা কর্র্মীরা। ছাত্রলীগ নেতা কর্মীরা রবিবার বেলা ১২ টার দিকে গাংনী ডিগ্রী কলেজ হল রুমে ও হাসপাতাল বাজারের দোয়েল ক্লাবে এ সাংবাদিক সম্মেলন করে শ্রমিকলীগ। গাংনী পৌর ও ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যেগে সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়সাল আহমেদ সাগর। আশরাফুল ইসলাম ভেন্ডারের বাড়িতে হামলার কোন ঘটনা ঘটেনী উল্লেখ করে ছাত্রলীগ নেতারা বলেন,আশরাফুল ইসলামের স্ত্রী শাহানা ইসলাম জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুজ্জামান শিপুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে পরবর্তী কর্মসূচীর ঘোষনার মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে। এসময় পৌর ছাত্রলীগের সভাপতি মানিক আহমেদ,সাধারন সম্পাদক ইমরান হাবিব,ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রতন,ছাত্রলীগ নেতা নাজমুল হক প্রিন্স,ইন্টু,তুহিন,সবুজ, তুষার, শরিফুল, জিয়া ও পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনের পরপরই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলেজ চত্তরে বিক্ষোভ মিছিল করে নেতা কর্মীরা। অপরদিকে গাংনী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক বাবুল আক্তার লিখিত বক্তব্য বলেন,জামায়াত বিএনপির’র দ্বারা পরিচালিত অবৈধ সম্পদের মালিক আশরাফুল ইসলাম ভেন্ডার অনৈতিক কার্যকলাপের মধ্যে দিয়ে গাংনীর শান্তি প্রিয় মানুষ কে অশান্ত ষড়যন্ত্রে নেমেছে। আশরাফুল ইসলামের অবৈধ সম্পদের সুষ্ঠ তদন্ত করার আহবান জানিয়ে তিনি আরো বলেন,অবিলম্বে জাতীয় শ্রমিকলীগ গাংনী উপজেলা শাখার সহ সভাপতি মুন্তাজুল ইসলাম ও ত্রান বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে শ্রমিকলীগ ও গাংনীর সাধারন জনতা কে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। এসময় গাংনী উপজেলা শাখার সহ সভাপতি হাফিজুর রহমান বাবু উপস্থিত ছিলেন।