অন্যান্য

জনগনকে হাতপাখার বাতাস খাওয়ালেন মুক্তিযোদ্ধা আনছার আলী

By মেহেরপুর নিউজ

April 17, 2016

মেহেরপুর নিউজ, ১৭ এপ্রিল: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত বিশাল জনসভায় আগত জনগনকে হাতপাখা দিয়ে বাতাস করলেন আনছার আলী নামের এক মুক্তিযোদ্ধা। তার বাড়ি মেহেরপুুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে।

রবিবার সকাল থেকে মেহেরপুর ও আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের ঢল নামতে থাকে। আগত জনতা যখন শেখ হাসিনা মঞ্চের চারিদিকে বসে  জাতীয় নেতাদের বক্তব্য শুনতে ব্যাস্ত তখন সকলের গরমের কথা চিন্তা করে আনছার আলী বিশাল জনসভার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে ছুটে জনগনকে হাত পাখা দিয়ে বাতাস করতে দেখা যায।

বাতাস করার উদ্যেশ্য জানতে চাইলে তিনি বলেন এই গরমের মধ্য মানুষ যাতে গরমের মধ্যে কষ্ট না পাই তাই আমি এই তালপাতার হাত পাখা দিয়ে বাতাস করে মানুষের কষ্ট একটু হলেও লাঘব করার চেষ্টা করছি।